ওপার বাংলার চিত্রনায়িকা শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ার হাত ধরে আকার-ইঙ্গিতে নানা কথা বলে চলেন। পুরনো প্রেম, প্রেমিক, স্বামী, সম্পর্ক নিয়ে অদ্ভুত সব কাব্য লিখে চলেন। আর শ্রাবন্তী এসব করলেই, নেটিজেনরা নড়েচড়ে বসেন। তারপর চলে ট্রল। তবু থামেন না শ্রাবন্তী! পোস্ট করেই চলেছেন।
শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে একটি ছেলে তার প্রেমিকাকে জুতা পরতে সাহায্য করছে। ছবির ক্যাপশনে লেখা, ‘সব পুরুষ এক রকম নয়। কেউ কেউ এমনও রয়েছে যারা আপনাকে রানি বানিয়ে রাখবে!’ শ্রাবন্তীর এ রকম স্টোরি দেখে টলিপাড়ায় নতুন গুঞ্জন- আবার কার রানি হতে চাইছেন শ্রাবন্তী?
কয়েক দিন আগেই শ্রাবন্তীর নামে রটে গেল, চতুর্থ প্রেমিক অভিরূপকেও নাকি বিদায় দিয়েছেন নায়িকা। শোনা যাচ্ছে, তার সঙ্গেও নাকি প্রেমকাল ভালো যাচ্ছে না।
আর ঠিক এই সময়ই এক লেখা পোস্ট করলেন শ্রাবন্তী যা নতুন করে আলোচনায় এসে গেল।