কোপা আমেরিকার ফাইনালের পর আবারও ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার কোনো দলই এখনো হারেনি। টানা সবকয়টি ম্যাচে জয় পাওয়া ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে লিওনেল মেসিরা। সমানসংখ্যক ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে দুইয়ে আলবিসেলেস্তারা।
করোনা ও কোয়ারেন্টিন জটিলতা এড়াতে ইউরোপীয় শীর্ষ লিগগুলো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়দের ছাড়তে অসম্মতি জানিয়েছিল। ফিফার অনুরোধেও ইংলিশ লিগের দলগুলো ফুটবলারদের ছাড়েনি। সে বিধিনিষেধ মেনে ব্রাজিলিয়ান খেলোয়াড়রা আসেননি বিশ্বকাপ বাছাইপর্বে। ফলে পূর্ণ শক্তির একাদশ পাচ্ছেন না কোচ তিতে।
সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় অর্থ্যাৎ আজ মধ্যরাতেই ব্রাজিলের মাঠ নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলোতে মুখোমুখি হবে দুই দল। ভারত উপমহাদেশীয় কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় দেখতে হবে অনলাইনে। অনলাইনে দেখা যাবে, ইয়াসিন টিভি, টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে।