করোনার ধাক্কা সামলে আবারও মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। সংযুক্ত আরব আমিরাতে আজ রোববার রাতে চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দ্বিতীয় অংশ। প্রথম অংশে দর্শক প্রবেশের অনুমতি না থাকলেও দ্বিতীয় পর্বে মাঠে সীমিত সংখ্যক দর্শক রাখবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আর রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় পর্বে অংশ নিতে ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।
সাকিবের কলকাতা মাঠে নামবে সোমবার। প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইতোমধ্যে দলীয় অনুশীলন যোগ দিয়েছেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘মাত্র দিনকয়েক পরই আমাদেরই প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সবাই যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।’
সবার সমর্থন নিয়ে কেকেআর এগিয়ে যাবে, এমন আশাবাদ ব্যক্ত করে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করছি, কেকেআর টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও খুব ভালো করবে।’