সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

‘জীবন হলো উপভোগ করার বিষয়’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ বার

টিভি নাটকের জনপ্রিয় মুখ অপর্ণা ঘোষ। মাঝে মধ্যে চলচ্চিত্রেও দেখা যায় তাকে। গত ২৫ সেপ্টেম্বর ছিল এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে জীবন নিয়ে উপলব্ধি, সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি…

জন্মদিন কেমন কাটালেন?

চমৎকার। মুঠোফোন আর সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মক্ষেত্র ছাড়াও ভক্ত-দর্শক, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেকেই সুন্দর সুন্দর কথা লিখে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাতে আমি ভীষণ খুশি। ঢাকায় কিছু কাজ ছিল বলে আজ (গতকাল) চট্টগ্রামে এলাম।

জন্মদিনের কারণেই কী বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম গেলেন?

এবার চট্টগ্রাম আসার মূল উদ্দেশ্য হলো- ছোট বোন মৃত্তিকার বিয়ে। অক্টোবরের প্রথম সপ্তাহে ওর বিয়ে অনুষ্ঠিত হবে। ছোট বোনের বিয়ে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা আছে। এতদিন তো আমার বিয়ের জন্যই ওর বিয়ে আটকে ছিল। তবে শুধু আমার নিজের ছোট বোন না, সব কাজিনের বিয়েও আটকে ছিল। আমার বিয়ের পর সবার বিয়ের জট ছুটছে আরকি (হাসি)।

জীবন নিয়ে আপনার উপলব্ধি কী?

জীবন হলো উপভোগ করার বিষয়। যত দিন বেঁচে থাকব, শুধু উপভোগ করে যাব- সেটা সবকিছুর ব্যাপারে।

সংসার কেমন চলছে?

ভালো আছি আমরা। আমার স্বামী (সত্রাজিৎ দত্ত) এখন জাপান অবস্থান করছে। তবে মৃত্তিকার বিয়ে উপলক্ষে সে জাপান থেকে শিগগির দেশে আসবে।

একটি এনজিও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে বলুন।

আমাদের দেশে যখন এনজিওগুলোর কাজ শুরু হয়, তখন একজন নারীকে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছিল। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে নারীরা নিজেদের আলোকিত অবস্থান সৃষ্টি করতে পেরেছে। তো তথ্যচিত্রটিতে আমি ঠিক তেমনি একজন সংগ্রামী এনজিওকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। আমার কাছে মনে হয়েছে- একজন শিল্পী হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এমন কিছু কাজ করা উচিত। যা সমাজের কাজে আসে এবং বিশেষত নারীরাও যেন অনুপ্রাণিত হন। ধন্যবাদ আর কৃতজ্ঞতা নির্মাতা টনি এবং এনজিও প্রতিষ্ঠানটির প্রতি।

নতুন আর কী কী করছেন?

এরই মধ্যে শেষ করেছি আরিফ খানের নির্দেশনায় ‘দোলাচল’ ওয়েব সিরিজের কাজ। বর্তমানে ‘বিবাহ হবে’ ও ‘মেহমান’ নামের দুটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছি। সম্প্রতি আমার অভিনীত ‘ঘরবন্দী’ নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এটি নির্মাণ করেছেন সোয়াইবুর রহমান রাসেল।

সিনেমার খবর কী?

গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তাই সিনেমার প্রতি আমার অন্যরকম ভালো লাগা রয়েছে। কদিন আগেই ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সিনেমার কাজ শুরু করেছি। শুধু এক লটের কাজ বাকি আছে।

কাজের ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দেন?

আমার কাছে বরাবরই পরিচালক মেটার করে। এর পর গল্প।

অনেকে তো আবার সহশিল্পী নিয়ে ভাবেন।

সহশিল্পীও মেটার করে, তবে ওই দুটির চেয়ে মোটেও বেশি প্রাধান্য নয়। প্রকৃত শিল্পী হলেই হয়।

পরিচালদের মধ্যে কার উপর আস্থা বেশি?

মোস্তফা সরয়ার ফারুকী, ইফতেখার ফাহমি, শাফায়েত মানসুর রানা, আশফাক নিপুণ, তানিম নুর, আশিকুর রহমান- এদের ওপর আমি চোখ বন্ধ করে আস্থা রাখতে পারি। তাদের সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। কোনো কাজ শুটিং শেষে অসন্তুষ্টি নিয়ে বাসায় ফিরেছি বলে মনে হয় না। এর বাইরে কারও সঙ্গে কাজ করতে গেলে আমি আগে গল্প শুনতে চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com