চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে ৮০টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। বাংলা সিনেমায় সর্বশেষ জনপ্রিয় জুটি ধরা হয় তাদেরই। অন্যদিকে অপু-শাকিবের ব্যক্তিজীবনে যে দুর্যোগ, তার পর পরই রুপালি পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলীর। এই নায়িকার ক্যারিয়ারের শুরুটা হয় শাকিবের হাত ধরে। এ ক্ষেত্রে জনপ্রিয় এই নায়ক তো বটেই, নির্মাতারাও চাইছিলেন শাকিব-বুবলী জুটি গড়ে উঠুক। অর্থাৎ রিল লাইফে শাকিবের জীবনে তখন অপু আউট, বুবলী ইন। বাতাসে কান পাতলে শোনা যেত নানা কথা। আর তাতেই অপু-বুবলীর সম্পর্কে তৈরি হয় টানাপড়েন। এই দুই চিত্রনায়িকাকে তখন পরস্পরের বিরুদ্ধে কথা বলতেও শোনা গেছে।
এত দিনে বুঝি গলেছে সম্পর্কের সেই শীতল বরফ। অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে সমস্যা নেই বলে জানিয়েছেন বুবলী। গত ২৭ সেপ্টেম্বর ‘তালাশ’ সিনেমার শুটিং সেটে এ কথা জানান ‘বসগিরি’ তারকা। বুবলী বলেন, ‘অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনো বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছুই চিন্তা করে। আমাদের কিন্তু দেখাও হয় না। রেষারেষি আসলে কিছু না। ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করব আমি।’