বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

কান্নাকাটি করে বিয়ের প্রস্তাব পেলেন নেহা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৭ বার

হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের বিচ্ছেদ নিয়ে কম সরগরম হয়নি বলিউড। কিন্তু এবার প্রাক্তন বন্ধুকে মনে করে কেঁদে ফললেন নেহা কক্কর৷

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে৷ সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১১-র মঞ্চে অ্যায় দিল হ্যায় মুশকিল-এর ছন্না মেরেয়া গানটি গাইতে শুরু করেন অদ্রিজ ঘোষ৷ অদ্রিজের গান শেষ হওয়ার পর, আচমকাই মাক্রোফোন হাতে নিয়ে ওই একই গান গাইতে শুরু করেন নেহা৷ শুধু তাই নয়, অ্যায় দিল হ্যায় মুশকিল-এর ওই গান নেহা তাঁর প্রাক্তনের জন্য গাইছেন বলেও জানান৷ ওই গান গাইতে গাইতেই চোখ ছলছল করে ওঠে নেহা কক্করের৷ যা দেখে মন খারাপ হয়ে যায় ওই শো-এ হাজির অন্য বিচারকদের৷

নেহার মন ভাল করতে এরপর মাঠে নামেন সঞ্চালক আদিত্য নারায়ণ৷ মুঝসে শাদি করোগি গান গেয়ে তিনি হাসিয়ে দেন নেহাকে৷ পাশাপাশি, নেহাকে তিনি বিয়ে করে তবেই বাড়িতে ফিরবেন বলেও জানান উদিত নারায়ণর ছেলে৷ যদিও পুরোটাই মজার ছলে৷

সম্প্রতি নেহা কক্করের উচ্চতা এবং গান নিয়ে মশকরা করেন বলে অভিযোগ ওঠে কৌতুক অভিনেতা কিকু শারদার বিরুদ্ধে৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ক্ষেপে যান নেহা৷ শুধু তাই নয়, কারও উচ্চতা নিয়ে এই ধরনের মজা, মশকরা একেবারেই করা উচিত নয় বলে স্পষ্ট জানান বলিউডের এই গায়িকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com