প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। এর কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। শুরুতে সিনেমাটির নামকরণ করা হয় ‘লীলামন্থন’। এর কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে প্রয়াত হন জনপ্রিয় এই নায়ক। মান্নার মৃত্যুর ১৩ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক জাহিদ হোসেন ও প্রযোজক খোরশেদ আলম খসরু।
পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘এটি একটি যৌনকর্মীদের বাড়ির গল্প। এখানে প্রত্যেকের আলাদা একটি কাহিনি আছে। এক্সপেরিমেন্টাল কাজ এটা। মুক্তিযুদ্ধের সময় এই বাড়িটি কীভাবে যুদ্ধে ঢুকে পড়েছিল তা-ই উঠে আসবে গল্পে।’
এদিকে, সিনেমাটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু নামের কারণে দীর্ঘ সময় আটকে ছিল এটি। সম্প্রতি নাম বদলে প্রদর্শনের অনুমতি পেয়েছে সিনেমাটি।
‘জীবন যন্ত্রণা’য় মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ অনেকে।