টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তামিম ইকবাল। তবে তামিমকে ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহীম।
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ খেলছেন না তামিম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে তামিমকে পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক।
কিন্তু আউট হয়ে যাওয়ায় সেটি সম্ভব হলো না তার জন্য। নার্ভাস নাইনটিতে আউট হয়ে মাত্র এক রানের জন্য তামিমের পেছনেই পড়ে রইলেন মুশফিক।
৬৪ টেস্টে ১২৩ ইনিংস খেলে তামিম ইকবালের সংগ্রহ ৪৭৮৮ রান। আর তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন চট্টগ্রাম টেস্টে।
কিন্তু শুক্রবার ৮২ রান নিয়ে অপরাজিতভাবে শেষ করা মুশফিক শনিবার সকালে থেমে গেলেন ৯১ রানে। ফাহিম আশরাফের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। রিভিউতে হেরে যাওয়ায় ফিরে যেতে হয় তাকে।
স্রেফ ১ রানের জন্য টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে তামিমের পাশে বসতে পারলেন না মি. ডিপেন্ডেবল।
২২৫ বল খেলে ১১ চারে ৯১ রান করে সাজঘরে ফিরলেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিমকে ছাড়িয়ে যেতে পারেন তিনি।