দেশের বাইরে প্রথমবারের মতো কোনো শো উপস্থাপনা করতে যাচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা। আগামী ১৮ ডিসেম্বর দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বিজয় উৎসব ২০২১’। এই উৎসবের উপস্থাপনায় থাকবেন এ জুটি। আয়োজক দুবাইয়ের ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’। সহযোগিতায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়।
পূর্ণিমা জানান, আগামী ১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আয়োজিত শোতে তিনি উপস্থাপনা করছেন না। শারজাহতে অনুষ্ঠান শেষে তারা দেশে ফিরবেন ২০ ডিসেম্বর। গতকাল ফেরদৌস ও পূর্ণিমা কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে অনুষ্ঠান উপস্থাপনায় অংশ নেন। আগামী ১৩ ডিসেম্বর তারা দুজন হাতিরঝিলের বিজয় উৎসব অনুষ্ঠানে অংশ নেবেন।