শোবিজ পাড়ায় এসে অনেক নায়ক-নায়িকা নিজের নাম পরিবর্তন করেছেন। সেই ধারাবাহিকতায় শারমিন আক্তার নিপা, সিনেপাড়ায় এসে হয়ে যান মাহিয়া মাহি। সময়ের আলোচিত চিত্রনায়িকাদের একজন তিনি।
এবার স্বামীর নামের সঙ্গে নিজের নাম জুড়ে দিলেন এই অভিনেত্রী। ফেসবুকে গতকাল শনিবার নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন তিনি। নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবী যোগ করেছেন মাহি।
এর আগে, ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন মাহি। আর ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন লাল রঙের চারটি ভালোবাসার ইমোজিও!
উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর গত বছর ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। আর ‘সারপ্রাইজ’ হিসেবে গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন তিনি।