ব্যাট হাতে জ্বলে উঠলেন ফাফ ডু প্লেসি-ক্যামেরন দেলপোর্ট, বল হাতে নাহিদুল ইসলাম। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানের বড় ব্যবধানে হারালো কুমিল্লা ভিক্টোরিয়ানস।
আগে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।
চট্টগ্রামের ওপেনার উইল জ্যাকস ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪২ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান মৃত্যুঞ্জয় চৌধুরীর। অধিনায়ক নাঈম ইসলাম ৮, মেহেদী হাসান মিরাজ ১০, সাব্বির রহমান ৫ এবং আফিফ হোসেন ধ্রুব ৪ রান করে ফেরেন সাজঘরে। কুমিল্লার স্পিনার নাহিদুল ইসলাম ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।
মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ২২ রানে নেন ২ উইকেট। এছাড়া তানভীর ইসলাম ও শহিদুল ইসলাম নেন ২টি করে উইকেট।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়কে হারায় কুমিল্লা। দলীয় ৪ রানে নাসুম আহমেদের শিকারে পরিণত হন জয় (১)। তবে আরেক ওপেনার লিটন দাস ৩৪ বলে খেলেন ৪৭ রানের ইনিংস। দলীয় ৮৬ রানে নাসুমের বলে আউট হন লিটন। উইকেটে এসে থিতু হতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েসও (১)। বেনি হাওয়েলের বলে বোল্ড হন তিনি। চতুর্থ উইকেটে তা-ব চালান দুই দক্ষিণ আফ্রিকান ডু প্লেসি ও ক্যামেরন দেলপোর্ট। ডু প্লেসি ৫৫ বলে ৮ চার ও ৩ ছয়ে করেন ৮৮* রান। দেলপোর্ট মাত্র ২৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। ৪ বাউন্ডারির সঙ্গে ৩টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। তাদের ব্যাটেই ১৮৩ রানের বড় পুঁজি পায় কুমিল্লা।