আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মার্চ এবং পর্দা নামবে মে মাসের শেষ (২৮ মে) দিকে।
এবার পুরো আইপিএলে খেলতে পারবেন সাকিব? বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, ‘শ্রীলংকায় দুটি টেস্ট এবং দক্ষিণ আফ্রিকা সফরেও রাখা হবে সাকিববে। এ দুই সিরিজের মাঝের সময় চাইলে আইপিএলে খেলতে পারে সাকিব।’
এর অর্থ, আইপিএলে পুরো সময় খেলা হবে না বাংলাদেশের অলরাউন্ডারের। এ মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এর পর মার্চের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকা যাবেন টাইগাররা। সেখানে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবেন তারা। এর পর মে মাসের শুরুতে শ্রীলংকা সফর। ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকবেন সাকিব। দুই টেস্টের শ্রীলংকা সফরের সম্ভাব্য সূচি ৩ মে থেকে ২৫ মে। এই সময়টা জাতীয় দলের সঙ্গে থাকতে হবে সাকিবকে। আইপিএলের অর্ধেকের বেশি সময়ই তাই খেলতে পারবেন না বাংলাদেশের এ অলরাউন্ডার।
নিলামে সাকিব ছাড়াও আছেন বাংলাদেশের মোস্তাফিজ, তাসকিন, শরিফুল ও লিটন দাস।