এক ম্যাচ পরেই ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এভারটনের ঘরের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। দলের জয়সূচক গোলটি করেছেন ফিল ফোডেন।
শনিবার রাতে প্রথমার্ধ গোল শূন্য সমতায় থাকার পর ৮২ মিনিটে সিটির ডাগ আউটে স্বস্তি এনে দেন ফিল ফোডেন। দেভিদ সিলভার নিচু ক্রস বক্সের ভেতরে এভারটন ডিফেন্ডার হোলগেটের পায়ে লেগে দিক বদলে গোল মুখের দিকে চলে যায় বল, সেখানে আরেক ডিফেন্ডার কেইন ক্লিয়ার করতে না পারলে বল পেয়ে প্লেসিং শটে জালে জড়ান ফোডেন।
এদিকে আবারো পয়েন্ট খোয়াল ম্যানচেস্টার ইউনাইটেড। রেলিগেশনে থাকা দল ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।
লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬৬। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে আর্সেনালের ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট।