গত ইং ০২/২৭/২০২২ তারিখ রোজ রবিবার মাগুরা জেলা সমিতি ইউএসএ ইন্্ক নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২২-২০২৩ শপথ গ্রহণ ও প্রয়াত সভাপতি লায়ন নাজমুল আহসানের শোকসভা ও দোয়া অনুষ্ঠান জ্যাকসন হাইটস নবান্ন রেষ্ট্ররেন্টে বিকাল ৫ঘটিকায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ১ম পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথবাক্য পাঠকরান সমিতির উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি এ.এস.এম ইমদাদুল ইসলাম। কার্যকরী কমিটির যারা শপথ গ্রহণ করেন তারা হলেন সভাপতি (ভাঃ প্রাঃ) মোঃ এনামুল বশির (২) সহ-সভাপতি শেখ ইমন জীবন (৩) সহ-সভাপতি মো ফরিদুজ্জাম্মান (৪) সহ-সভাপতি মোঃ সাইফুদ্দিন আহম্মেদ (৫) সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন (৬) যুগ্নসম্পাদক মোঃ মিজানুর রহমান (৭) সাংগঠনিক সম্পাদক মো মিরাজ হোসেন (৮) কোষাধ্যক্ষ মোঃ তৌহিদ হাসান (৯) দপ্তর সম্পাদক মোঃ হান্নান মিয়া (১০) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বাহারুল ইসলাম (১১) ক্রীড়া সম্পাদক মোঃ হাবিবুর রহমান (১২) সাংস্কৃতিক সম্পাদক কৃঞ্চচন্দ্র সরকার (১৩) মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন নাহার (১৪) সমাজকল্যান সম্পাদক মোঃ সিরাজুল হাকিম (আরাদ)। কার্যকরী সদস্য (১) সৈয়দ নাজমুল হাসান লোভন) (২) মোঃ মাসুদুর রহমান (৩) মোঃ গোলাম মোস্তফা (৪) খোন্দকার তৌহিদুল ইসলাম (৫) মমতাজ শাহনাজ (৬) মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানের ২য় পর্বে মাগুরা জেলা সমিতি ইউ.এস.এ. ইন্্ক এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল বশির এর সভাপতিত্বে প্রয়াত সভাপতি লায়ন নাজমুল আহসান এর শোকসভা ও দোয়া অনুষ্ঠান মোঃ গোলাম মোস্তফা’র পরিচালনায় শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মরহুম নাজমুল আহসানের জীবনী পাঠ করে শোনান সমিতির অন্যতম সদস্য মমতাজ শাহনাজ। আলোচনায় আরও অংশগ্রহণ করেন মরহুমের সহধর্মিনী নাছিমা আহসান, মরহুমের জেষ্ঠ্য পুত্র নাসিমুল আহসান ইভান, মরহুমে সহোদর মুজিবুল আহসান হ্যালী, মরহুমের স্ত্রীর বড় ভ্রাতা ডাঃ নুরুল ইসলাম, মরহুমের উদ্দেশ্যে স্বরোচিত কবিতা পাঠ করেন সমিতির যুগ্ন-সম্পাদক, মোঃ মিজানুর রহমান, আলোচনায় অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার এ.এস.এম ইমদাদুল ইসলাম, এ্যাটর্নী মইন চৌধুরী ডেমোক্রেটিক ডিষ্ট্রিষ্ট লিডার মাহফুজ আখতার খান লিটু, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, নিউ ইয়র্ক লায়ন্সের সভাপতি আহসান হাবিব লায়ন্স রুহুল আমীন লায়ন্স তমাল হোসেন ও অন্যান্য লায়ন্স সদস্যগন, ভারপ্রাপ্ত সভাপতি তার সমাপনী বক্তব্যে সমিতির আগামীদিনের কার্যক্রম ও সমিতির ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লোখ করে মরহুম নাজমুল আহসানের বিগতদিনের কিছু স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন। সর্বশেষ মরহুমের আম্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোনায়েদ কবীর। পরবর্তীতে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।