জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে শনিবার রাতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
প্রথম বর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিজেদের প্যানেলে ভেড়ানোকে কেন্দ্র করে এই সংঘর্ষ বেধেছে বলে অভিযোগ উঠেছে। এতে সভাপতি প্যানেলের চারজন ও সাধারণ সম্পাদক প্যানেলের একজন আহত হয়েছেন। বর্তমানে তারা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানা গেছে।
গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসের ভেতরে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই গ্রুপ মালিটোলা পার্কে জড়ো হয়। সেখানে সংঘর্ষে সভাপতি ইব্রাহিম ফরাজী প্যানেলের চার সদস্য ও সাধারণ সম্পাদক আকতার হোসেন প্যানেলের একজন আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গাজী মো. শামসুল হুদা ও খাইরুল আমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আব্দুল বারেক, ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সাঈদ আহত হয় ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেরাজ হোসাইন।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ‘ক্যাম্পাসের বাইরে কেউ ছাত্রলীগ পরিচয় দিয়ে মারামারি করলে তার দায়ভার সংগঠন নেবে না।’
সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ‘হামলায় জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী হতে পারেন না। তারা অনুপ্রবেশকারী। তারা ছাত্রলীগকে কলুষিত করার চেষ্টা করছেন।’
জবির প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ক্যাম্পাসে ভুল বোঝাবুঝি নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’