আগে থেকে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে অপেক্ষা করছিল অস্ট্রেলিয়া। ঠিক প্রথম সেমি ফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালেও লড়াই করতে পারলো না প্রতিপটক্ষ। সাউথ আফ্রিকার মেয়েদের ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ড্যানিয়েল ওয়েটের সেঞ্চুরি, নির্ধারিত ৫০ ওভারে ২৯৩ রান করে ইংলিশরা। জবাব দিতে নেমে সোফি একলেস্টোনের ঘূর্ণিতে কুপোকাত সাউথ আফ্রিকা ৩৮ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায়। একলেস্টোন একাই আট ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
তিন এপ্রিল আগামী রোববার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নারী বিশ্বকাপের ফাইনাল খেলবে। এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে পাকিস্তান ছাড়া আর কোনও দলকে হারাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।