শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

বরগুনা জেলা আইনজীবী সমিতি নির্বাচন : সভাপতি নজরুল সম্পাদক সেলিনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১১২ বার

বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট নজরুল ইসলাম সিকদার সভাপতি ‍ও অ্যাডভোকেট সেলিনা আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সভাপতি পদে – মো: নজরুল ইসলাম সিকদার, তিনি ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভুবন চন্দ্র হাওলাদার পেয়েছেন ১১২ ভোট। সহ-সভাপতি (বরগুনা সদর) পদে মির্জা হুমায়ুন কবির (বাচ্চু) ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সেলিনা আকতার ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক (বরগুনা সদর) জাফর ইকবাল ১৩১ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক (আমতলী) পদে মাহবুবুর রহমান মইন ১২৯ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক (পাথরঘাটা) পদে নাহিদ সুলতানা (লাকী) ১৭৩ ভোট, গ্রন্থাগার সম্পাদক পদে কবির হাসেন ১২৯ ভোট ও এমডি সাইফুর রহমান (সোহাগ মোল্লা) ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে মো: ইমরান হোসেন ১৭৩,ভোট জাকির খান (বশির) ১০৮ ভোট, মো: রুহুল আমিন হাওলাদার ১০৯ ভোট, মো: সাইফুল ইসলাম (সোহেল) ১২৯ ভোট ও মো: সাইফুল ইসলাম (ওয়াসিম) ১৫৯ ভোট এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সম্পা রানী দেবনাথ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট এ এফ মো: সোহরাফ হোসেন মামুন ফরাজি। কমিশনারের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট হরিদাস বিশ্বাস ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com