সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২১ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিএনপির সম্মেলনে হামলার অভিযোগ, আহত ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১০৪ বার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদপুষ্ট লোকজনের জড়িত থাকার অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

শুক্রবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের গ্যান্ড তাজ পার্টি সেন্টারে এ সম্মেলন হবার কথা ছিলো। সংঘর্ষে পার্টি সেন্টারটির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ও চেয়ার টেবিলে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

হামলায় ক্ষমতাসীন দলের মদদপুষ্ট লোকজন জড়িত উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, হামলাকারীরা ভাঙচুর করেছে, ককটেল ফাটিয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা এমন কাজ করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও যেহেতু কোনো ব্যবস্থা নেয়নি, আমাদের ধারণা এর পেছনে সরকারের মদদপুষ্টরা জড়িত।

অন্যদিকে আরেকটি সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে বিএনপির এখানকার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন ও তার অনুগত কোনো নেতাকর্মীদের সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি এবং তাদের কোনো কমিটিতে রাখা হয় না। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল তাদের। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনের দিন ঠিক করা হলেও স্থানীয় নেতাকর্মীদের জানানো হয়নি – এমন ক্ষোভ থেকে হামলার ঘটনা ঘটতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো দলের সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজীর আহমেদ টিটুর। সকাল ৯টার দিকে মামুন মাহমুদের পক্ষের একটি মিছিল সভাস্থলে স্লোগান নিয়ে প্রবেশ করার পরপরই তাদের ওপর চড়াও হয় গিয়াসউদ্দিন বলয়ের নেতাকর্মীরা। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এটি তাদের অভ্যন্তরীণ একটি প্রোগ্রাম ছিল। সেখানে নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com