পটুয়াখালীতে ইউসুফ মৃধা (৫৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ দুর্গাপুর গ্রামের ইসমাইল মৃধার ছেলে। ওই গ্রামের সেতুবাজারে তার ওষুধের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কে বা কারা ইউসুফকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, সিআইডি ঘটনাস্থল থেকে নিহতের ভাঙ্গা চশমা, টর্চলাইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে। একইসাথে ডিবি পুলিশসহ পুলিশের কয়েকটি দল হত্যাকারীদের গ্রেফতারের অভিযানে নেমেছে।