শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

‘কোহলি পুরো ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভুল এবার করেছে’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৯৯ বার

বিরাট কোহলি মানেই দলের বাড়তি প্রেরণা। তারকা এই ব্যাটার যতক্ষণ উইকেটে থাকেন, তার দলের খুব বেশি চিন্তা করতে হয় না। তবে বছর খানেকের বেশি হলো, বিশেষ করে চলমান আইপিএলে কোহলিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। আর তার এই পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র শেবাগ।

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলের এবারের আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে বিদায় নেয়। এই ম্যাচে ৭ রান করা এই ডানহাতির আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। এমনকি পুরো মৌসুমেই তিনি নিজের ছায়া হয়ে ছিলেন।

ট্রেন্ট বোল্টের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে তিনি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে ধরা পড়েন।

কোহলির এমন পারফরম্যান্স দেখে শেবাগ জানান, বিরাট এই মৌসুমে যত ভুল করেছে, এটা মনে হয় তার পুরো ক্যারিয়ারেও করেনি।

শেবাগ বলেন, ‘আপনি যখন অফ ফর্মে থাকবেন, তখন প্রতিটি বলই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চাইবেন। প্রথম ওভারেই সে কিছু বল ছেড়েছে। ফর্মে না থাকলেই আসলে এমনটি হয়।’

তিনি আরও বলেন, ‘সে এই মৌসুমে যত ভুল করেছে, হয়তো পুরো ক্যারিয়ারেই সে এত ভুল করেনি। আপনি যখন রান করছেন না, তখন আপনি ভিন্ন কিছু চিন্তা করবেন ও অনেকরকমভাবে আউট হবেন। এই সময় বিরাট কোহলি সবভাবেই আউট হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com