ব্যাংক-বীমার শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। রবিবার লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৮০ পয়েন্ট। সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৫ কোটি টাকা। যা গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৭ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৯৭ কোটি টাকা।
জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই শেয়ারবাজারে একটু একটু করে লেনদেন বাড়ছিল। তাতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ- উভয় শ্রেণির নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা আবারও বাজারে সক্রিয় হতে শুরু করেন। এ কারণে লেনদেনেও গতি ফিরে আসে। সাত কার্যদিবস ধরে ঢাকার বাজারে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক-বীমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় চাঙ্গা হচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা আস্থায় ফিরছেন। ফলে লেনদেনও দ্বিগুণ হচ্ছে।
তথ্য মতে, রবিবার ডিএসইতে ৫২ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৯২৬টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ২১৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এর পর রয়েছে- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জহোলসিম, ইস্টার্ন হাউজিং, ম্যাকসন স্পিনিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকার শেয়ার।