বিদ্যুৎ সাশ্রয়ে সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও প্রবিধান বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে বাস্তবায়নের জন্য পাঠিয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে নির্দেশনায়।
বাংলাদেশ ব্যাংক বলছে, ‘জ্বালানি সাশ্রয়ে অফিসের কর্মঘণ্টা পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সূত্র : ইউএনবি