রাশিয়াকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনের চার অঞ্চল নিজেদের করে নেওয়ার ঘোষণার পর ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকিতে ভয় পাবে না যুক্তরাষ্ট্র। আজ শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার ইউক্রেনের চার অঞ্চল রুশ ভুখণ্ডের বলে ঘোষণা দেওয়ার পর পুতিন হুমকি দিয়েছেন, এসব অঞ্চল রক্ষায় প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। পুতিন ঘোষণা দেন, এসব অঞ্চল রাশিয়ার চিরকালের থাকবে।
প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার কর্মকর্তাদের এসবকে বেপরোয়া শব্দ ও হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুতিন আমাদের ভয় দেখাতে পারবেন না। আমেরিকা এবং তার মিত্র এসবে ভয় পাচ্ছে না।
এরপর বাইডেন বলেন, ন্যাটো ভূখণ্ডের প্রতি ইঞ্চি রক্ষা করতে আমেরিকা তার মিত্রদের নিয়ে পুরোপুরি প্রস্তুত। পুতিন, আমি যা বলছি তাতে ভুল বুঝবেন না, প্রতি ইঞ্চি মানে প্রতি ইঞ্চি।