সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অশ্লীলতা না থাকলে ,আইটেম গানে নাচবেন অনন্যা ২০ হাজার বাংলাদেশীর পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত : র‌্যাবকে সরিয়ে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ চট্টগ্রাম বন্দরের তেলবাহী ট্যাংকারে আগুন, নিখোঁজ ৩ প্রধান উপদেষ্টার বাড়ির সামনে ৩৫ প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ইসরাইলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা হিজবুল্লাহ উপ-প্রধানের সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, মুক্তি পাচ্ছেন গ্রেফতার ব্যক্তিরা আশুলিয়ায় শ্রমিকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১ মধ্যরাতে বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবায়দুল কাদের এবার আত্মসমর্পণ করবেন সাংবাদিক শফিক রেহমান

যে কারণে বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৪ বার

ব্যাটে-বলে এবারের বিপিএল জমিয়ে তুলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। কিন্তু হঠাতই এলো দুঃসংবাদ; টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছেন তারা।

পাকিস্তানের উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং তেমনটাই দাবি করল। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিপিএলে খেলা ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পিসিবির সূত্রে ডেইলি জং জানায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলোর সাথে চুক্তি করা খেলোয়াড়েরা আগামী ২ ফ্রেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসবেন। ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের ভিত্তিতে পিসিবি এই নির্দেশ দিয়েছে।

পিএসএলের দলগুলো আসরটি শুরু হওয়ার আগেই তাদের খেলোয়াড়দের প্রাণবন্ত ও চাঙ্গা করে তুলতে চায়। এজন্যই পিএসএল শুরুর আগেই ক্রিকেটারদের দেশে এসে আবহাওয়ার সাথে খাপখাইয়ে নিতে বলা হচ্ছে।

পিসিবি বলছে, পিএসলে থাকা খেলোয়াড়দের আগামী ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন দেয়া হয়েছিল কিন্তু হঠাৎ ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আরো একটু আগেই তাদের দেশে ফিরতে বলা হয়েছে।

এবারের বিপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন। তাদের মধ্যে হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতেখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে, পিএসএলের অষ্টম আসরের পর্দা উঠবে আগামী ১৩ ফ্রেব্রুয়ারি। ওই দিন মুলতান স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানসের মধ্যে অনুষ্ঠিত হবে আসরের প্রথম ম্যাচ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com