নিউইয়র্ক স্টেট কংগ্রেসে বেইল রিফর্ম বিষয়ক এক শুনানিতে বক্তব্য উপস্থাপন করতে না দেয়া নিয়ে সিনেট ডেমোক্র্যাটদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন আলবানি’র বর্তমান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড সোরেস।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশন অভ নিউইয়র্কের সাবেক প্রেসিডেন্ট সোরেস তার অভিযোগে বলেন রাজনৈতিক মতাদর্শে ভিন্নতার কারণে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ওই শুনানিতে তাকে বক্তব্য রাখতে দেয়নি স্টেট সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। অভিযোগ অনুযায়ী শুনানির ঠিক আগ মুহূর্তে তিনি জানতে পারেন, সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট জে অ্যান্থনি জর্ডান তার বদলে শুনানিতে বক্তব্য রাখবেন।
স্টেট সিনেটের ডেমোক্র্যাট সদস্যদের চাপেই এই পরিবর্তন আনা হয় বলে অভিযোগ করেছেন আলবানির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। সিনেট ডেমোক্র্যাটরা অবশ্য এর জন্য নিউইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশনকে দায়ী করেছে। স্টেইট সিনেটর মাইকেল মারফি বলেছেন, সমন পাবার পরেই ডিস্ট্রিক্ট অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশন তাদের জানায় সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট শুনানিতে বক্তব্য রাখবেন।
পরে সংগঠনটি ওই পরিকল্পনায় পরিবর্তন আনতে চাইলে আপত্তি জানায় স্টেট সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। ডেভিড সোরেস স্টেটের বিভিন্ন ফৌজদারি আইনে নিউইয়র্ক ডেমোক্র্যাটদের প্রস্তাবিত সংশোধনীগুলোর একজন কট্টর সমালোচকে হিসেবে সুপরিচিত। এ কারণেই তাকে স্টেট সিনেটের শুনানিতে বক্তব্য রাখতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন আলবানির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।
নিউইয়র্ক ডেমোক্র্যাটদের পেশ করা সংশোধনীগুলোর মধ্যে জামিনের শর্ত শিথিলের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু ডেভিড সোরেসের বক্তব্য, জামিনের শর্ত শিথিল করা হলে অপরাধের হার আরো বাড়বে। এর প্রমান হিসেবে তিনি জানান, জামিনে মুক্তি পাওয়া ৪০ ভাগ অপরাধীই তাদের মামলা আদালতে প্রক্রিয়াধীন থাকা অবস্থায় পুনরায় পুলিশের হাতে ভিন্ন অপরাধে আটক হয়।