নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. নার্গিস রহমানের কন্যা, প্রবাসের উদীয়মান নৃত্যশিল্পী ‘নারমিন রহমান’-এর নামাজে জানাজা আজ বুধবার (১৫ মার্চ) বাদ মাগরিব (সন্ধ্যা ৭টা) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মোমোরিয়াল মুসলিম কবর স্থানে দাফন করা হবে বলে মরহুমার পারিবারিক সূত্রে জানা গছে।
এদিকে মরহুম নারমির রহমানের মা ডা. নার্গিস রহমান মঙ্গবার (১৪ মার্চ) অপরাহ্নে বাংলাদেশ থেকে এসে নিউইয়র্ক পৌছেছেন। নিউইয়র্ক পৌছার পরই তিনি ফিউনেরাল হোমে রাখা একমাত্র কন্যাকে দেখতে সেখানে যান বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় নারমিন নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
জানা গেছে, তিন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিলো ৩৪ বছর। তার আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকার ১০৪-০৬ ১৬৯ ষ্ট্রীট ঠিকানার একটি বাড়ীর তিন তলায় বসবাসকারী নারমিনরা তিন ভাই-বোন। তার এক ভাই ক্যালিফোর্নিয়া বসবাস করেন। অপর ভাই আর মায়ের সাথে নারমিন নিউইয়র্কে বসবাস করতেন। মৃত্যুরর সময় তার মা ও বাবা বাংলাদেশে অবস্থান কছিলেন।
নারমিন রহমানের মৃত্যুর খবরে পুলিশ কল করা হলে সিটি পুলিশ এসে বৃহস্পতিবার রাতেই তার মরদেহ নিয়ে যায়। প্রবীন প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ নাসির আলী খান পল বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, নারমিন রহমান ব্যক্তিগত জীবনে একজন রেজিস্টার্ড নার্স ছিলেন। তাদের দেশের বাড়ী দিনাজপুর। ইতিপূর্বে নারমিন কোভিড ও জন্ডিসে আক্রান্ত হয়ার পর শারিরীকভাবে মারাত্বক অসুস্থ হয়ে পড়ে এবং কিডনী জনিত নানা সমস্যা দেখা দেয়। বর্তমানে সে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেলো।
ব্যক্তিগত জীবনে খুবই বিড়াল ভক্ত নারমিন রহমান বিপা, ড্রামা সার্কলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শো টাইম মিউজিকের বিভিন্ন অনুষ্ঠানে চঞ্চলা হরিনীর মতো নেচে মঞ্চ আলোকিত করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করতেন।