মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

৬ ও ৭ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭৭ বার
আগামী ৬ ও ৭ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব-২০২৩। গত শনিবার বিকেলে জ্যামাইকার আশা হোম কেয়ার অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মলেনে আয়োজকরা এ তথ্য জানিয়ে বলেন, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারকে এই মহাজজ্ঞের ভেন্যু হিসাবে বেছে নেয়া হয়েছে। সংবাদ সম্মলনে জানানো হয়, রবীন্দ্র উৎসবের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তী রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের পদ্মভূষণ পদকপ্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত, নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আয়োজকরা জানান, বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্র উৎসবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দও, একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ড. নূরন নবী,রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার, ভারতীয় লেখক আলোলিকা মুখোপাধ্যায়,ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার, প্রাবন্ধিক ও বক্তা চন্দ্রিল ভট্টাচার্য্য, ব্যারিস্টার তানিয়া আমিরসহ অনেকে। সংবাদ সম্মলেন জানানো হয়, বাংলাদেশ, ভারত,যুক্তরাজ্য, জার্মানী, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য থেকে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কলাকুশলী ও রবীন্দ্র অনুরাগীরা এতে যোগদান করবেন। দু’দিনের এই উৎসবে থাকছে খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের পরিবেশনা, রবীন্দ্র নাথের আঁকা ছবি প্রদর্শনী, সেমিনার, বিদেশী শিল্পীদের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন, ভেন্যুতে রবীন্দ্র ভাস্কর্য স্থাপনসহ নানা আয়োজন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী অমিয় বন্দ্যোপাধ্যায় ও নিউইয়র্কে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপা’র কর্ণধার সেলিমা আশরাফকে আজীবন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবীন্দ্র উৎসবের আহবায়ক, সাংবাদিক হাসানুজ্জামান সাকী’র উপস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রবীন্দ্র উৎসবের উপদেষ্টা ও সাপ্তাহিক বাঙ্গালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র উৎসবের আয়োজকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com