এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতে সফরকারী আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য এখন টাইগারদের। সাকিব আল হাসান এমনটাই জানিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমাদের যদি ভালো দল হয়ে উঠতে হয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যেমন, তারা ২-০ তে এগিয়ে থাকলে সবসময়ই ৩-০ ব্যবধানে জিততে চায়। আমরা সেটিই চেষ্টা করব।’ বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ বেলা ২টায়।
সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সংস্করণে বদলে গেছে বাংলাদেশ! কদিন আগেই তারা দেশের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ (৩-০) করেছে। ইংল্যান্ডের চেয়ে শক্তির বিচারে আয়ারল্যান্ড অনেক পিছিয়ে। এ দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো হোয়াইটওয়াশের লক্ষ্য পূরণ হতো তাদের। এরপর টি-টোয়েন্টি
এদিকে প্রথমবার বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ হারের হতাশা কাটিয়ে তারা টি-টোয়েন্টিতে ভালো করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল। ছোট সংস্করণ বলেই তাদের স্বপ্ন ছিল বড়! বাংলাদেশকে ‘ভয়’ পাচ্ছে না বলেও জানানো হয়েছিল। তবে মাঠের লড়াইয়ে দু’দলের ব্যবধান যে ‘যোজন যোজন’, তা বেশ ভালোই টের পেয়েছেন আইরিশরা। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। সফরে এ পর্যন্ত প্রাপ্তি নেই কিছুই। শেষ ম্যাচটিকে তাই পাখির চোখ করেছে সফরকারীরা। পল স্টিরলিংরা শূন্য হাতে দেশে ফিরতে চান না। শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়ানোর টার্গেট তাদের। দ্বিতীয় ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক পল স্টিরলিং বলেছেন, ‘আশা করি শেষ ম্যাচে আমরা আরও ভালো করব।’
২০১২ সালের সফরে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে তাদের হোয়াইওয়াশ করার হাতছানি টাইগারদের। আজকের ম্যাচটি জিতলেই ইংল্যান্ডের পর এ বছর আয়ারল্যান্ডকেও ‘বাংলাধোলাই’ করবেন সাকিবরা।