রাজধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে সন্দেহ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট কাজ করছে।
ঘটনাস্থলে থাকা একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ‘রাতের বেলায় মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটাই আমাদের প্রশ্ন?
ব্যবসায়ীরা বলছেন, রাতের বেলায় দোকানপাট বন্ধ করার পর মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বন্ধ থাকার পরেও কিভাবে বৈদুতিক গোলযোগের কারণে আগুন লাগে। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে?
বঙ্গমার্কেটের দোতালায় কাপড়ের দোকানদার বাবুল অভিযোগ করেন, রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ ছিল। মার্কেটে আগুন লাগল কিভাবে আমরা জানতে চাই?
নিচতলার প্যান্টের দোকানদার আমির হোসেনেরও একই প্রশ্ন, আমাদের মার্কেট বন্ধ করার পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। তাহলে কিভাবে আগুন লাগল?
দোকানদার মানিক মিয়া বলেন, ‘আমার সব পড়ে শেষ হয়ে গেছে। বঙ্গমার্কেটে রাতের বেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। কিন্তু আগুন লেগে গেছে। এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। অন্য কোনো ষড়যন্ত্র হতে পারে?