আয়ারল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি। সেখানে চমক হিসেবে রাখা হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরিকে। তবে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।
বরাবরই দল ঘোষণায় সময় নেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বেশ আগেভাগেই দল প্রস্তুত করে ফেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য রোববার (৯ এপ্রিল) দল ঘোষণা করেছে তারা।
আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে সিরিজটি।
আরো বেশ কিছু পরিবর্তন এসেছে দলে। সর্বশেষ সিরিজে দলে থাকা নাসুম আহমেদ বাদ পড়েছেন, এক সিরিজ পরই ফিরেছেন তাইজুল ইসলাম। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ হোসেরও জায়গা হয়নি এই দলে।
বাদ পড়েছেন গত আয়ারল্যান্ড সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া জাকির হাসানও। তবে দলের সাথেই আছেন রনি তালুকদার। ইয়াসীর আলি রাব্বিও আছেন স্কোয়াডে।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।