মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

এখন তোমার খরিদ্দার কারা, রিয়াকে খোঁচা সুশান্তের বোনের

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার

বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বার বার শিরোনামে উঠে আসছেন তিনি। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চরম বিপদে এই তারকা। সুশান্তের পরিবারের সদস্য থেকে শুরু করে সামাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিয়ার ফিরে আসার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর পরেই টুইট করেন সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং। রিয়ার নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে তাকেই করা হয়েছে, তা স্পষ্টই বোঝা যায়।

টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি তো পতিতা ছিলে, আছো, আর থাকবে।’

বিস্ফোরক এই মন্তব্য করেই থামেননি প্রিয়াঙ্কা। তিনি আরও লেখেন, ‘প্রশ্ন এটাই যে, এখন তোমার খদ্দের কারা। কোনও প্রভাবশালীই হবেন নিশ্চয়ই, যিনি তোমাকে এই সাহস জোগাচ্ছেন।’

 

রিয়ার নাম উল্লেখ না করলেও প্রিয়াঙ্কার টুইট থেকে স্পষ্ট, অভিনেত্রীকেই টার্গেট করেছেন তিনি। এর পরই নাম না করে অন্য একটি পোস্ট দিলেন রিয়া। জানালেন, যতই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হোক, মানুষের ভালোবাসা সঙ্গে আছে।

একটি ভিডিও-তে রিয়া বলেন, ‘একটা দীর্ঘ প্রতীক্ষার খেলা। শুটিংয়ে ফেরা, অভিনয়ে ফেরা যে কতখানি আনন্দের, বর্ণনা করতে পারব না। হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ, নতুন যাত্রা শুরু করার জন্য উদগ্রীব। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। সময় খুব কঠিন, কিন্তু আপনাদের ভালোবাসাটুকু পাথেয়।’

রিয়া জানিয়েছেন, তিনি নতুন করে কাজ শুরু করতে পেরে খুবই উত্তেজিত এবং খুশি। যদিও নিন্দুকেরা কটাক্ষ করতে ছাড়ছেন না।

একজন লিখেছেন, ‘আবার কাউকে মারবে বলে সেটে ফিরেছে।’

 

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে আচমকাই মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। সুশান্তের মৃত্যুর পরে তৈরি হওয়া ধোঁয়াশা। শিরোনামে উঠে আসেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময় সুশান্তের প্রেমিকা ছিলেন তিনি। ফলে সুশান্তের মৃত্যু নিয়ে নানান বিতর্কে জড়ান অভিনেত্রী। এমনকি, হাজতবাসও হন তিনি। একদিকে প্রেমিকের আকস্মিক মৃত্যু, তার উপর একের পর এক অভিযোগ। ২০২০ সালের পরে অন্তরালেই চলে গিয়েছিলেন রিয়া। সব কিছু সামলে চলতি বছরেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এখনও যে সুশান্তের পরিবার বিষয়টি মেনে নিতে পারেননি তা বোঝাই যাচ্ছে প্রিয়াঙ্কার আক্রমনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com