যেকোনো সিনেমা মুক্তির আগে নানা ধরনের প্রচারণা করে থাকেন এর প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। সিনেমার সোনালি সময় থেকেই এর প্রচলন হয়ে আসছে। নায়ক রাজ রাজ্জাক, আলমীগর, জসীম, মান্না, সালমান শাহ, শাবানা, ববিতা, চম্পা, শাবনূর, মৌসুমীসহ প্রায় সব শিল্পীরাই তাদের সিনেমা ঘিরে নানা আয়োজনে অংশ নিয়েছিলেন। বলা যায়, এটি দেশের মানুষের কাছে নতুন কিছুই নয়।
নতুন হচ্ছে প্রচারণার কৌশল! কে, কিভাবে তাদের সিনেমার প্রচারণা করবে সেটি তাদের বিষয়। এবার কার প্রচারণা কতটা ভিন্ন হবে সেটাই দেখার পালা। অনেক সময় দেখা যায়, সিনেমা চলাকালে হুট করে প্রেক্ষাগৃহে চলে যায় শিল্পীরা। আর তারা ভক্ত-দর্শকদের সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন। এ ধরনের প্রচারণার দেখা মেলে প্রায়ই। তবে এর বাইরেও সিনেমার নানা প্রচারণা দেখেছে দেশের মানুষজন।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র প্রচারণায় শৈত্যপ্রবাহের সকালে পরীমণি হাজির হন রাজধানীর একটি স্কুলে। সেখানে সিনেমার পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম, টিফিন বক্স বিরতণ করা হয়। এছাড়া বিভিন্ন সিনেমার প্রচারণায় শিল্পীদের দেখা গেছে সুবিধাবঞ্চিত মানুষের পাশে। যা সাধুবাদ জানিয়েছে দেশের মানুষজন।
তবে সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ সিনেমার প্রচারণার কৌশল ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। আব্দুন নূর সজল ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে। আর এর প্রচারণায় ভিন্ন কৌশল বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ। তাদের ভাষায়, ‘জ্বীন’ একা দেখতে পারলেই পুরস্কার হিসেবে পাবে নগদ ১ লাখ টাকা। তবে পুরস্কার জেতার আগে, শর্ত হিসেবে থাকছে-
১. দুর্বল চিত্তের মানুষদের এটি দেখতে নিষেধ করা হয়েছে।
২. হার্টে রিং বসানো ও গর্ভবতী মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
৩. সিনেমা দেখা কালে কোনো দুর্ঘটনা হলে জাজ ও হল কতৃপক্ষ দায়ী নয়।
৪. সম্পূর্ণ সিনেমা না দেখতে পারলে, আপনাকে হলের ও অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে।
৫. আপনি অসুস্থ হয়ে পরলে, অ্যাম্বুলেন্স আপনাকে নিকটস্থ কোন হাসাপাতালে নিয়ে যাবে। কিন্তু চিকিৎসার খরচ নিজেকেই বহন করতে হবে।
এসব শর্ত রেখে তারা ইতিমধ্যেই দর্শকদের জন্য একটি ফর্ম প্রকাশ করেছে ফেসবুক পেজে। যেখানে লাখ টাকার জন্য ইতোমধ্যেই লাখের মতো আবেদন জমা পড়েছে। আর এই চ্যালেঞ্জটি গ্রহণের অনেকেই আগ্রহ দেখিয়েছে। ‘জ্বীন’র এমন প্রচারণার কৌশল নিয়ে ফেসবুক জুড়ে হচ্ছে নানা আলোচনা। অনেকের মতে- এমন প্রচারণায় অংশ নিয়ে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? জাজ তো নেবে না। কারণ তাদের ৩ নম্বর শর্তে স্পষ্ট বলা হয়েছে, সিনেমা দেখা কালে কোনো দুর্ঘটনা হলে জাজ ও হল কতৃপক্ষ দায়ী নয়।
শোবিজ অঙ্গনের অনেকের মতে, সজল-পূজার ভক্ত অতি আগ্রহে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। কারণ তাদের কাছে পছন্দের শিল্পীর প্রতি একটা ভালোবাসার টান আছে। আবেগে অনেকে চ্যালেঞ্জটি গ্রহণ করবে। কিন্তু যদি দুর্ঘটনা ঘটেই যায়, তাহলে তার অবস্থা তো খারাপ হয়ে যাবে। আর সে যদি স্ট্রোক করে মারা যায়, তাহলে তার পরিবারের কি হবে? যে প্রচারণা অন্যের ক্ষতি বয়ে আনে- এমন কৌশল নেওয়া ঠিক হয়নি বলে অনেকেই মত দিয়েছেন।
বিষয়টি নিয়ে কথা বলতে জাজের কর্ণধার আব্দুল আজিজকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, সাইকো থ্রিলার গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। এতে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকে।