ঈদকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন নির্মাণ করেছে তিন নাটক। এগুলো নির্মাণ করেছেন হালের আলোচিত নির্মাতারা আর অভিনয় করেছেন জনপ্রিয় সব তারকা শিল্পীরা।
তিন নাটকের একটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘বিদেশ’। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশী-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এমন সংকটের গল্পই স্থান পেয়েছে এই নাটকে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমাসহ আরও অনেকে।
রুবেল হাসান নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘প্রিয় পরিবার’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তারিন জাহান, সৈয়দ জামান শাওন, সাহেদ আলী, রুকাইয়া জাহান চমক, মখনুন সুলতানা মাহিমা, সাদ সালমি নাওভি।
আরও আছে মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় নাটক ‘কবিতার চার লাইন’। রোমান্টিক এই নাটকের বিভিন্ন চরিত্রে থাকছে ফারহান আহমেদ জোভান, তানিয়া বৃষ্টি, আজিজুল হাকিম, শশী আফরোজা, ফররুখ আহমেদ রেহান, উর্মি জাহান মিষ্টিসহ অনেকে।