ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট ৮টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি- অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এবার সেই প্রযোজককে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন। আর সে কারণে আজ সোমবার সকালেই গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর- ১৩৮১।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, মধ্যরাত ২টার দিকে অজ্ঞাতনামা পরিচয়ধারী একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরণের ক্ষতি ও প্রাণনাশকের হুমকি দেয়। এরপর সকালেই তিনি ছুটে যান গুলশান থানায়। সাধারণ ডায়েরিতে তিনি সেই ফোন নম্বরটি তুলে ধরেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে থানায় গিয়েছি।’
কেন এমন হুমকি? কোনো কারণ জানা আছে কি না, সে সম্পর্কে জানতে চাইলে ইকবাল বলেন, ‘না, কোনো কারণ আমার জানা নেই। তবে ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কেউ তা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’