ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে টাইগাররা। আনঅফিসিয়াল এই টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন ধ্রুব।
অনেক হতাশার মাঝেও যেন খানিকটা আলোর দিশা পেলেন সদ্যই জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ। তার নেতৃত্বেই ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। আফিফসহ এই সিরিজের জন্য মোট ১৬ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল বাংলাদেশে এসে পৌঁছাবে আগামী ১১ মে। সিলেটেই গড়াবে সিরিজের সব কয়টি ম্যাচ। ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরের দুটি শুরু হবে ২৩ মে ও ৩০ মে তারিখে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
বাংলাদেশ ‘এ’ দল : আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক (উইকেট কিপার), শাহাদাত হোসেন দিপু, নাইম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।