২০১৬ সালে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট টরি বোউই। রিও ডি জেনোইরো অলিম্পিকসে একটি করে সোনা, রুপা এবং ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। বুধবার বোউইকে নিয়ে দুঃসংবাদ দিয়েছে তার ক্রীড়া সংস্থা ইউএসএ ট্র্যাক অ্যান্ড ফিল্ড। নিজ ঘরে ৩২ বছর বয়সী অ্যাথলেটের লাশ মিলেছে। ধারণা করা হচ্ছে, টরি বোউই আত্মহত্যা করেছেন।
বুধবার টরি বোউইয়ের ম্যানেজমেন্ট টিম এবং ক্রীড়া সংস্থা ইউএসএ ট্র্র্যাক অ্যান্ড ফিল্ড সোশ্যাল মিডিয়ায় অলিম্পিয়ানের মৃত্যুর সংবাদ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় থাকতেন টরি। শহরটির ‘ল এনফোর্সমেন্ট’ সংস্থা অরেঞ্জ কাউন্টি শেরিফ মার্কিন অ্যাথলেটের লাশটি উদ্ধার করে। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, ফ্লোরিডার বসবাসকারীদের বাড়িতে গিয়ে একটি সার্ভে করছিল শেরিফ অফিসের প্রতিনিধিগণ। সেসময় টরি বোউইয়ের নিথর দেহ দেখতে পান তারা।
মার্কিন দৈনিক ‘ইউএসএ টুডে’র প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন টরি বোউই। ধারণা করা হচ্ছে, মানসিক যন্ত্রণা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
অরেঞ্জ কাউন্টি জানিয়েছে, বোউইয়ের শরীরে কোনো আঘাত দেখা যায়নি। সংস্থাটির মেডিকেল টিম এখনও মৃত্যুর ধরণ এবং কারণ জানাতে পারেনি।
ইউএসএ ট্র্যাক অ্যান্ড ফিল্ড তাদের অ্যাথলেট টরি বোউইয়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে টুইটারে লিখেছে, ‘আমরা আমাদের একজন সদস্যকে হারালাম। সে আমাদের বন্ধু, মেয়ে এবং বোন ছিল। টরি একজন চ্যাম্পিয়ন ছিলেন, উজ্জ্বল নক্ষত্র ছিলেন।’
২০১৬ সালে রিও ডি জেনেইরো অলিম্পিকসে ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন টরি বোউই। ওই আসরেই ১০০ টিার স্প্রিন্টে পেয়েছিলেন রুপা। ২০০ মিটারে জিতেছিলেন ব্রোঞ্জ। একই বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে লন্ডনের ট্র্যাকে ঝড় তোলেন টরি, জিতে নেন ১০০ মিটারের সেরার মুকুট। ওই আসরে রিলেতেও সোনা জেতেন তিনি।
লং জাম্প ইভেন্ট থেকে ২০১৪ সালে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পা রাখেন টরি বোউই। ওই বছরই বিশ্বের দ্রুততম মানবীর খেতাব জিতে নেন তিনি। ২০১১ সালে কারমেলিতা জেটেরের পর যুক্তরাষ্ট্রের একমাত্র মহিলা অ্যাথলেটি হিসেবে অলিম্পিক বা ১০০ মিটারে বিশ্বসেরা হওয়ার কীর্তি গড়েছিলেন টরি।