শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৫০ বার

আজ মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ এক মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম-সাকিবরা৷ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেখানে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যদিও খেলা গড়াচ্ছে ইংল্যান্ডের মাঠে। আর সেটাও টাইগারদের খেলতে হচ্ছে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই! চেমফোর্ডে আজ বেলা ৩:৪৫ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

তবে সবকিছু পেছনে ঠেলে সবার মনে যে প্রশ্নটা আছে এই মুহূর্তে, টাইগারদের একাদশ আজ কেমন হবে? অভিজ্ঞতাই কি হাতিয়ার হবে, নাকি দেখা মেলবে চমকের! উত্তরটা খুঁজতে অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে। যদিও অধিকাংশ পজিশন ইতোমধ্যেই দখলে চলে গেছে৷

পজিশন দখলে নেয়াদের মাঝে সর্বশেষ সংযোজন মেহেদী মিরাজ। তরুণ এই অলরাউন্ডারের পারফরম্যান্সে মুগ্ধ হাথুরুসিংহে। সাকিব আল হাসানের সাথে মিরাজকেও দলে পেয়ে নিজেকে ভাগ্যবান দাবি করলেন এই লঙ্কান কোচ। ফলে দলের সমন্বয় নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না তাকে।

এই প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘মিরাজ এখন নিখাদ ব্যাটসম্যান। তার টেস্ট ও ওয়ানডে সেঞ্চুরি আছে। আমরা তাকে অলরাউন্ডার বলতে পারি। সাকিবও তাই। আমরা খুবই ভাগ্যবান, ওরা থাকায় আমরা চাইলে একজন অতিরিক্ত ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারি। যেকোনো কোচের জন্য এটা বিলাসিতা।’

মিরাজকে কোথায় খেলানো হবে বা তার রোল কি হবে, তাও অনেকটা স্পষ্ট করে দেন হাথুরু। তিনি বলেন, ‘আমি ৭ নম্বর পজিশন নিয়ে কথা বলতে পারি। আমার মাথায় কয়েকজনের নাম আছে যারা এই পজিশনে ব্যাট করতে পারে। মিরাজও এটা হতে পারে। কখনো আপনার ১০ রান লাগবে, আবার কখনো দ্রুত ৫ উইকেট পড়ে যাবে; তখন ইনিংস মেরামত প্রয়োজন। মিরাজ যেটা বেশ ভালোভাবেই করে দেখিয়েছে।’

এমতাবস্থায় টাইগারদের একাদশ অনেকটাই পরিলক্ষিত হচ্ছে৷ যেখানে তামিম ইকবাল, লিটন দাসের সাথে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়কে দেখা যাবে সেরা পাঁচে৷ ছয় নাম্বার পজিশনটা মুশফিকুর রহিমের কাছেই থাকছে। সাতে মিরাজ আসলে শেষ চারজন বোলার হবেন, এমনটাই অনুমেয়।

এমতাবস্থায় এবাদত হোসেন অন্য সবার চেয়ে এগিয়ে৷ হাসান মাহমুদও হয়তো থেকে যাবেন একাদশে। মূল লড়াইটা হবে মোস্তাফিজুর রহমানের সাথে শরিফুল ইসলামের। যেখানে তৃতীয় পক্ষ হতে পারেন মৃত্যুঞ্জয় চৌধুরি। তাছাড়া তাইজুল ইসলামকে ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com