বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

ক্যানসার নিয়েই ক্রিকেট খেলেছেন এই তারকা খেলোয়াড়

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫৬ বার

ইংল্যান্ড ক্রিকেটার স্যাম বিলিংস ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। এই ব্যাটারের ত্বকে ক্যানসার বাসা বেধেছিল। তবে এখন তিনি এই রোগের থেকে বাকি ক্রিকেটারদের সতর্ক করতে চান। যেখানে গত বছর তাকে দুবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। গতকাল মঙ্গলবার বিলিংস সে কথা জানালেন। খবর বিবিসির।

বুকে বিলিংসের অস্ত্রোপচার করানো হয়। প্রথমবার তার ত্বকে ক্যানসার ধরা পড়ে কাউন্টি দল কেন্টের হয়ে খেলার সময়।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিলিংস বলেন, ‘আমার ত্বকের ০.৬ মিলিমিটার ভিতরে ক্যানসার ছিল। ০.৭ মিলিমিটারে পৌঁছে গেলে কঠিন হয়ে যেত। খুব কাছেই পৌঁছে গিয়েছিল। আমি যদি সেবার চিকিৎসক না দেখিয়ে বৈঠকে চলে যেতাম, তা হলে আরও ছমাস পর ধরা পড়ত। সেটা হলে বড় ক্ষতি হয়ে যেত।’

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩১ বছর বয়সী বিলিংস তিনটি টেস্ট, ২৮টি এক দিনের ম্যাচ ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি।

তবে এই রোগ তাকে আরও পরিণত করেছে, এমনটাই মত ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারের। বিলিংস বলেন, ‘আমি এখন অনেক সহজে সিদ্ধান্ত নিতে পারি। আমি কী চাই সেটা বুঝতে পারি। কোনো রকম দোটানা থাকে না মনে।’

সতীর্থ ক্রিকেটারদের সচেতন করে বিলিংস বলেন, ‘আমি শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের কথা বলছি না। যারা ক্লাব ক্রিকেট খেলে, খেলা দেখে, সবাইকেই বলছি। লর্ডসে রোদের মধ্যে ক্রিকেট খেললাম, তখন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ১৮ ডিগ্রিতেই যেখানে ত্বক পুড়ে যেতে পারে। আমরা সানস্ক্রিন লাগাই। কিন্তু সেটা যথেষ্ট নয়। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের সুরক্ষা করতে হবে। সব দেশে সমান ভাবে এই নিয়ে শিক্ষাও দেওয়া হয় না।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com