চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ লিওনেল মেসির। সম্প্রতি পাওয়া দুই সপ্তাহের নিষেধাজ্ঞাসহ বেশ কিছু কারণেই গুঞ্জন চলছে পিএসজির সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির ভবিষ্যৎ নিয়ে একেকজন করছেন একেকরকম মন্তব্য। এর মধ্যে সৌদি ক্লাব আল-হিলালে যোগদান নিয়েই চলছে বেশি আলোচনা। এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অবশেষে মুখ খুলেছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
স্কালোনি চান, মেসি যেখানেই ক্লাব ফুটবলে খেলতে যাক, সে যেন সুখী হয়। যাতে সে জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। খবর গোল ডটকমের।
কাতারের একটি চ্যানেলকে স্কালোনি বলেছেন, ‘তাকে সেখানে যেতে দিন যেখানে সে তার সতীর্থ এবং ক্লাবের সমর্থকদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করবে। জাতীয় দলে এসব ব্যাপারগুলো প্রভাব ফেলে না। অন্তত এখানে (জাতীয় দল) সে যত দিন পর্যন্ত সুখী। সুখী মেসিকেই জাতীয় দলে আমাদের প্রয়োজন।’
বার্তা সংস্থা এএফপি দাবি করেছে, এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যাওয়ার চুক্তি সেরে ফেলেছেন মেসি। তবে তার বাবা হোর্হে মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি অস্বীকার করেছেন।