দ্বিতীয় টি-টোয়েন্টিতেই মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জয় পেলেও আজ দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি টাইগ্রিসরা। শ্রীলঙ্কান নারীদের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল।
বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ দলের হার অনেকখানি নিশ্চিত হয়ে গেছে প্রথম ইনিংসের পরই। লঙ্কান বোলারদের তোপের মুখে এই দিন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মাত্র ১০০ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন সুবহানা মুস্তারি।
এদিন অবশ্য বাংলাদেশ শুরুটা করেছিল দেখেশুনেই। উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলে তারা। ১৭ বলে ১৬ রান করে ফিরে যান রুবিয়া হায়দার। দলীয় ৫৩ রানে আউট হন আরেক ওপেনার শামিমা সুলতানা। করেন ২৩ বলে ১৮ রান। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
দলীয় ৬১ রানে মুস্তারি, আর ৭০ রানে আউট হন দলীয় অধিনায়ক নিগার সুলতানা। আগের ম্যাচের জয়ের নায়ক আজ আউট হন ১৭ বলে মাত্র ৭ রান করে। ১৪.৫ ওভারে ৮৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ, রিতু মনি করেন ৪ রান। এরপর কেবল মুরশিদা খাতুনই (১৪) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
শেষ পর্যন্ত মাত্র ১৮.৩ ওভারে ঠিক ১০০ রানে ইনিংস সমাপ্তি ঘটে বাংলাদেশের। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, সুগান্ধিকা কুমারি, ইনোকা রানাবিরা এবং কাভিশা দিলহারি।
লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তোলে শ্রীলঙ্কা। ইনিংসের সপ্তম ওভারে ২৭ বলে ৩৩ রান করে রাবেয়া খানের বলে স্টাম্পিং হয়ে ফেরেন চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়কের দুই ওভার পর ফিরে যান ভিসমি গুনারত্নেও (১২)। নিলাকশি ডি সিলভাও দ্রুত (৪) আউট হলে ১১.৫ ওভারে ৩ উইকেটে ৬৮ রান তখন স্কোরবোর্ডে।
এরপর হারশিতা সামাবিক্রমা ২৯ এবং কাভিশা দিলহারি ২০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। দুজনের জুটি থেকে আসে ৪০ বলে ৩৩* রান। ৯ বল আর ৭ উইকেট থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই জয়ে সিরিজে ফিরলো ১-১ সমতা।