সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

নটনন্দন ও প্রাচ্যবাংলা’র উদ্যোগে কবিগুরুর ১৬২ তম জন্মবার্ষিকী পালন

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫৪ বার

কবি সহিত্যিকদের সংগঠন নটনন্দন ও প্রাচ্যবাংলা’র উদ্যোগে  কবি গুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হলো ১৪ ই মে, কুষ্টিয়ার শিলাইদহস্থ রবীন্দ্র কুঠিবাড়িতে, ।  বৈশাখের খরতাপে বিকেলবেলা কুঠিবাড়ির মুক্ত মঞ্চে নটনন্দন ও প্রাচ্যবাংলা সভাপতি জনাব রবিউল আলম রবি সরকার, এর সভাপতিত্বে অনুষ্ঠা আরম্ভ হয়। কবি খালেদা বেগমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, কবি লেখক আসাদুল্লাহ, সাবেক সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়। স্বাগত বক্তা রবিউল আলম রবি সরকার, সাংবাদিক ও সভাপতি,নটনন্দন ও প্রাচ্যবাংলা। প্রধান অতিথি চিন্ময় রায় চৌধুরী, কবি গীতিকার ও উপদেষ্টা, প্রাচ্যবাংলা। প্রধান আলোচক, সহকারী অধ্যাপক আবু সাঈদ তুলু। বিশেষ অতিথি, শেখ মোঃ খোরশান, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সভাপতি পেন-বাংলা প্রেস ক্লার, আমেরিকা। বিশেষ অতিথি, মকবুল হোসেন বকুল, কবি, সংগীত শিল্পী । বিশেষ অতিথি, অঞ্জলি রায় চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, ক্যালিফোর্নিয়া, উপদেষ্টা, প্রাচ্যবাংলা। বিশেষ অতিথি, আলহাজ ড. শরীফ সাকি। কবি আব্দুল গণি ভুঁইয়া। কবি,নাট্যকার ফারুকুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, ইদ্রিস আলী, হুমায়ুন কবির, কবি মনিরুল হক প্রমূখ। দুদিন ব্যাপি অনুষ্ঠানে আরোছিন কুঠিবাডী সবকিছু পরির্দশন, বকুল তলার বিনোদন উপভোগ, লালন শাহীর মাজার পরির্দশন/ জিয়ারত ও অন্যান্য দর্শনীয় স্হান পরির্দশন, অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, সর্ব জনাব কবি, সরদার ফতেমা জোহরা, খালেদা বেগম, সোমা আপা, শেখ খোরশান প্রমূখ, সংঘঠনের সদস্য ও আগত বাংলাদেশ, ভারত ও আমিরিকার কবিগন। অনুষ্ঠেযনের শেষে স্হানীয় শিল্পীরা সুন্দর রবীন্দ্র সংগীত পরিবেশন করেন, এবং গুনি জনদের ক্রস প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত স্হানীয়রা ছাড়াও কয়েকটি সংগঠনের অনয়ান কবি, শিল্পী ও সাহিত্য প্রেমীরা উপস্হিত ছিলেন।গোধূলী লগনে, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে খুব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং ঢাকার পথে যাত্রা শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com