নয় বছরের বিরতির পর ফের পর্দায় ফিরছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তবে এবার আর টিভিতে নয়, তাকে দেখা যাবে সিনেমার পর্দায়। আর এরই মধ্যে প্রকাশ হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’র ফার্স্ট লুক। আসছে ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর মধ্যদিয়ে মাহফুজ পর্দায় ফিরছেন মানা হয়ে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত পোস্টারের একেবারে নীচে ‘ভালোবাসার দ্রোহ’- লাল রঙের বর্ণে লেখা দুটি শব্দের এই বাক্যই বোঝিয়ে দিচ্ছে সিনেমার গল্পে কতটা রোমান্স আর হাহাকার থাকবে। থাকছে প্রেম-বিরহও। তার উপরে মাহফুজ আহমেদের ভয় ধরানো লুক। পোস্টারে প্রথম দর্শনে অনেকেই তাকে চিনতে ভুল করলেও, কয়েকবার দেখার পরই নিশ্চিত হবেন উল্টো হয়ে থাকা ভয়ংকর রূপের মানুষটি মাহফুজ!
মাহফুজ আহমেদ বললেন, ‘এটি মূলত প্রহেলিকাতে আমার ক্যারেক্টার লুক পোস্টার। এই পোস্টার প্রকাশ করেই জানানো হলো এতে আমি মনা চরিত্রে অভিনয় করেছি। এর আগে, সিনেমাটির “মেঘের নৌকা” গানটি দেখার পর অনেকেই মনে করে থাকবেন এটি হয়তো রোমান্টিক ছবি। তবে এই পোস্টারটি দেখে রোমান্টিক ঘরাণার ছবির এই ধারণা বদলেও যেতে পারে। আসলে সিনেমার গল্পে এমন অনেক রহস্যই রয়েছে, যা কেবল হলে গিয়ে দেখার পরই বুঝতে পারবেন দর্শক।’
মাহফুজ জানান, এটি তার প্রথম ‘ক্যারেক্টার লুক’র পোস্টার হলেও পর্যায়ক্রমে ‘প্রহেলিকা’র অন্য শিল্পীদের লুকও প্রকাশ করা হবে।
চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। পান্থ শাহরিয়ারের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছন জামাল হোসেন। এতে মাহফুজ আহমেদের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমায় তাদের চরিত্রের নাম মনা ও অর্পা। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।