আবারো ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিলো ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্যভাবে ০-১ গোলে হেরে গেল আর্সেনাল। জয়সূচক গোলটি করেছেন তাইয়ো আয়োনিয়ি। ফলে রোববার চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই লিগ খেতাব উঠে গেল ম্যাঞ্চেস্টার সিটির মাথায়। গত ছয় বছরে এই নিয়ে পঞ্চমবার ঘরোয়া লিগ জিতল সিটি। অবশ্য, এখানেই শেষ নয়। এবার ত্রিমুকুট জেতার সুযোগ রয়েছে তাদের সামনে।
অনেক বছর পর এই মওসুমে প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন দেখাচ্ছিল আর্সেনাল। মিকেল আর্তেতার কোচিংয়ে গোটা দলই ছন্দবদ্ধ ফুটবল খেলছিল। সেই ছন্দ হারিয়ে যায় নতুন বছর শুরু হওয়ার পর থেকেই। একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়াতে থাকে তারা। সিটির সাথে এক সময়ে ১০ পয়েন্টের বেশি ব্যবধান ছিল তাদের। সেই পয়েন্ট ক্রমশ কমতে থাকে। কিছু দিন আগেই আর্সেনালকে টপকে যায় সিটি। শনিবার তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল তারা।
একই দিনে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এ দিন তারা কাসেমিরোর গোলে ১-০ হারায় বোর্নমাউথকে। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লিভারপুল ১-১ ড্র করল। পরের ম্যাচে যদি ইউনাইটেড জেতে, তা হলেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে তারা।