রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৯ বার

জুনিয়র হকি এশিয়া কাপে জয় দিয়ে শিরোপা মিশন করতে চায় বাংলাদেশ। আজ উদ্বোধনী দিনে লাল সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সালালাহ শহরে এ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী বাংলাদেশের কোচ মামুন উর রশিদ এবং অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। সোমবার অনুশীলন শেষে এমন কথাই জানান তারা।

জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে তিন মাস আগে থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতেই প্রায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছেন প্রিন্স লালরা। পাশাপাশি হরিয়ানাতে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছেন মামুন উর রশিদের শিষ্যরা। হকির ইতিহাসে দেশের বাইরে এত বড় ক্যাম্প-অনুশীলন ম্যাচের সুবিধা এর আগে পায়নি বাংলাদেশ। ওমান ম্যাচ সামনে রেখে কোচ মামুন উর রশিদ বলেন, ‘১৯ মে আমরা সালালাহ শহরে এসেছি। ওই দিন থেকে আজ নিয়ে তিন দিন টানা অনুশীলন করলাম। মাঠটা স্লো। অনেক পুরাতন মাঠ। এখানে আগে খেলা হয়নি। কারণ এখনকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। এশিয়া কাপ সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাসগুলো অনেক বড়। তার পরও ওমানের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় দিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’

হকিতে বাংলাদেশ-ওমান দ্বৈরথ বেশ পুরনো। দুদলের লড়াইটাও হয় জমজমাট, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হোক সেটা সিনিয়র দল কিংবা জুনিয়র। ১৩১ দিন আগে ওমানের মাটিতেই মেনস জুনিয়র এএইচ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওমান ও বাংলাদেশ। পেনাল্টি শুট আউটে ৭-৬ (১-১) গোলের ব্যবধানে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের যুবারা। সেই সুখস্মৃতি এখনো উজ্জ্বল মামুন উর রশিদের স্মৃতিতে। তার কথায়, ‘ওমানের বিপক্ষে সবশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করেছি। ওমানের শক্তিশালী এবং দুর্বল দিক খোঁজার পাশাপাশি নিজেদের শক্তি এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী কাজ করেছি। আমরা আমাদের নরমাল খেলাটাই খেলব। মাঠের সমস্যা না হলে আমরা ইনশাল্লাহ জয়ী হব।’ ওমান ম্যাচকে সামনে রেখে অধিনায়ক ও মিডফিল্ডার প্রিন্স লাল বলেন, ‘আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত আছে। নিজেদের খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা জিতব। ওমানের বিপক্ষে অতীতে আমাদের জয়ের রেকর্ডটা খারাপ নয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com