শেন ওয়ার্নের মৃত্যুরহস্য এখনও অজানা। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে চলে যান অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম লেগ স্পিনার। ২০২২ সালের ৪ মার্চ গোটা ক্রিকেট দুনিয়াকে কাঁদিয়ে চলে যান সবার প্রিয় ওয়ার্নি। তার এই বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। আর এরইমধ্যে সামনে এলো চমকে দেয়া তথ্য। কোভিডের টিকার ওভারডোজের জন্যই নাকি প্রাণ হারিয়েছেন এই লেগ স্পিনার। এমনই বিস্ফোরক দাবি করলেন দুই চিকিৎসক।
তার মৃত্যুর কারণ হিসেবে একটি রিপোর্ট সামনে এসেছে। ভারতীয় বংশোদ্ভূত কার্ডিওলজিস্ট ও অস্ট্রেলিয়ার এক চিকিৎসক ডা. অসীম মালহোত্রা ও ক্রিস নিলের প্রকাশ করা একটি রিপোর্টে বলা হয়েছে করোনা টিকার জন্যই মৃত্যু হয়েছিল তার। অর্থাৎ, তাদের রিপোর্টে বলা হয়েছে, করোনা টিকার জন্যই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওয়ার্ন।
চিকিৎসক অসীম মালহোত্রা বলেন, ‘এটা কিছুটা অপ্রত্যাশিতভাবে শেন ওয়ার্ন মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন। কারণ ওয়ার্ন অস্বাস্থ্যকর জীবনযাপন করতেন। অতিরিক্ত ওজন ছিল তাঁর ও ধূমপান করতেন তিনি।’
সূত্রের খবর মৃত্যুর ৯ মাস আগে তিনি করোনা টিকা নিয়েছিলেন। এই টিকা নেয়ার পরেই তার মৃত্যু হয়েছে। তবে রিপোর্টে প্রকাশ, শুধু করোনা টিকাই হয়ত কারণ নয়, তার জীবনযাত্রাও কারণ। অসীমবাবু জানান, এই টিকা নিয়ে অনেকেরই শরীরে প্রভাব পড়েছে।
সূত্র : জি নিউজ