নেইমার জুনিয়রের বাবা নেইমার সিনিয়রকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলের রিও দে জেনেরিওর উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে নিষিদ্ধ করে আসা নেইমারের বিলাসবহুল প্রাসাদ তৈরির কাজ চালিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এটিকে ‘পরিবেশগত অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে কৃর্তপক্ষ। মাঙ্গারাচিবা সিটি হল এবং সিভিল পুলিশ এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।
যদিও গ্রেপ্তারের কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয় নেইমারের বাবাকে। তাকে পাঁচ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়েছে। নেইমারের বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল পাথর উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন ও বন উজাড় করে কৃত্রিম লেক তৈরি করছেন তিনি। খবর হিন্দুস্থান টাইমস ও ডেইলি মেইলের।
ব্রাজিলের রিও দে জেনেরিওর উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে চলছিল নেইমারের বিলাসবহুল প্রাসাদ তৈরির কাজ। অভিযোগটি প্রমাণিত হলে নেইমারকে ১০ লাখ ডলার জরিমানা করা হতে পারে।
স্থানীয় সরকার কর্তৃপক্ষের অভিযোগ, বিলাসবহুল এই প্রকল্পটিতে পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে আছে নদী থেকে অনুমতি ছাড়াই পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত করা।
সাম্প্রতিক সময়ে বেশ ঝামেলার মধ্য দিয়েই যাচ্ছেন নেইমার। প্রেমিকার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও পরে প্রেমিকার কাছে ক্ষমা চান ব্রাজিল ও পিএসজির আক্রমণভাগের এই খেলোয়াড়।