আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। সময়সূচি এরই মধ্যে চূড়ান্ত করেছে আইসিসি। এর আগে আইসিসির কাছে খসড়া সূচি পাঠিয়েছিল আয়োজক দেশ ভারত। পরে সেই খসড়া সূচিটি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দেশগুলোর কাছে পাঠায় আইসিসি।
খসড়া সূচির কয়েকটি বিষয় নিয়ে আপত্তি তোলে পাকিস্তান। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দাবি ছিল- আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ যেন চেন্নাই থেকে সরিয়ে ব্যাঙ্গালুরুতে নেওয়া হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ যেন ব্যাঙ্গালুরু থেকে সরিয়ে চেন্নাইতে আনা হয় এবং স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ আহমেদাবাদ থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সেসব দাবি না মেনে সূচি চূড়ান্ত করে আইসিসি।
আগামী ৫ অক্টোবর মূল টুর্নামেন্ট শুরুর আগের সপ্তাহে প্রস্তুতি ম্যাচ খেলবে দেশগুলো। সেপ্টেম্বরের ২৯ তারিখে শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম এবং গুয়াহাটিতে হবে ম্যাচগুলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরের ২৯ তারিখে এবং অক্টোবরের ৩ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।