রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদিতে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৫৯ বার
ছবি-ইন্টারনেট

ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে সিনেমাটি দেশ ছাড়িয়ে মুক্তি পাচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে। এর মধ্যে প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’।

সহ–প্রযোজক ও আলফা আই এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। আগামী ৭ জুলাই মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে। আর ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই থেকে অন্যান্য রাজ্যগুলোতে মুক্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে প্রথম বাংলা সিনেমা হিসেবে সৌদি আরবে মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর প্রায় ৭০% টিকিট বিক্রি হয়ে গেছে।’

 

মধ্যপ্রাচ্যে মুক্তি পাওয়া প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘সম্ভবত এই প্রথম সৌদি আরবের প্রেক্ষাগৃহে বাংলাদেশের কোনো সিনেমা মুক্তি পাবে। যেহেতু দেশটির সরকার অনুমতি দিয়েছে, আমরা তাই সেখানে মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্যের মোট সাতটি দেশে ‘সুড়ঙ্গ’মুক্তি পাবে।’

এ নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘পৃথিবী এখন গল্পনির্ভর কনটেন্ট এন্টারটেইনিংভাবে উপস্থাপন এবং শিল্পীদের উপযুক্ত অভিনয় দেখতে চায়। যার সব উপকরণ ‘‘সুড়ঙ্গ’’-এর মধ্যে আছে। ছবিটি নিয়ে দেশের দর্শকের মাতামাতির খবর বাইরের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে পৌঁছে গেছে। তা ছাড়া আফরান নিশোর প্রথম সিনেমা এবং ‘পরাণ’ দেখার পর আমার পরিচালনার ওপর একটা বিশ্বাস তৈরি হয়েছে সেখানকার দর্শকের। এসব মিলে আগ্রহ একটু বেশি। কারণ, এর আগে ‘‘পরাণ’’ ছবি ওই সব দেশে বসবাসরত বাঙালিদের মন জয় করেছে।’

এ পরিচালক আরও জানিয়েছেন আমদানি-রপ্তানি নীতিমালায় ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে মুক্তির কথা আছে “সুড়ঙ্গ”। তাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত প্রচার করছে ছবিটির খবরাখবর। ইতিমধ্যে সেখানে সেন্সরে পাঠানো হয়েছে ছবিটি। সেন্সর হয়ে এলে বড় পরিসরে সেখানে মুক্তির কথা আছে। পাশাপাশি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে ছবিটির মুক্তির প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com