রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

র‌্যাংকিংয়ে সেরা দশে ফিরলেন সাকিব, লিটনের উন্নতি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫১ বার
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বল হাতে সাকিব আল হাসানের পারফরম্যান্স নজর কেড়েছে। এরই পুরস্কার হিসেবে ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন এই তারকা।

এছাড়া ব্যাটারদের র‌্যাংকিংয়ে লিটন দাসের উন্নতি হয়েছে। আর বোলারদের তালিকায় আরও এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

আজ বুধবার আইসিসি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে বোলিংয়ে তিন ধাপ উন্নতি করে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব। এই সিরিজে বাঁহাতি স্পিনার তিন ম্যাচ খেলে মোট ৪টি উইকেট পেয়েছেন।

দুই ম্যাচ খেলা তাসকিন ৩ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন। বর্তমানে এই পেসার আছেন ৪৫তম আছেন। তাইজুল ৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে আছেন। বাঁহাতি এই স্পিনার সিরিজের শেষ ম্যাচ খেলে  ২টি উইকেট নেন।

আফগান স্পিনার রশিদ খান তিন ধাপ এগিয়ে চারে আছেন। আফগান লেগ স্পিনার শেষ ম্যাচে বিশ্রামের আগে দুটি খেলে উইকেট নেন ৪টি।

এদিকে ব্যাটারদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন। নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন এই স্টাইলিশ ব্যাটার। শেষ ম্যাচে ফিফটিসহ সিরিজে তিনি করেন ৯২ রান। ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে তিনি করেন ৭৯ রান। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিসহ সিরিজে ১৪২ রান করে ১১ ধাপ এগিয়েছেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। ১৬তম স্থানে আছেন তিনি।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন যথারীতি পাকিস্তানের বাবর আজম। বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আগের মতো চূড়ায় আছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com