ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। যা মুক্তি পেয়েছে গেল ঈদে। মুক্তির তিন সপ্তাহেই প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র। যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বলেও জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সগৌরবে চলছে সিনেমাটি। যার খবর ইতিমধ্যেই পেয়েছেন এর নায়িকা ইধিকা।
ক’দিন আগে ইধিকা জানিয়েছেন, মাকে নিয়ে খুব শিগগিরই সিনেমাটি দেখবেন তিনি। আর সেটি হবে বাংলাদেশের সিনেমা হলে বসে। অবশেষে সেই কথা রাখলেন কলকাতার এই অভিনেত্রী।
গত শুক্রবার কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন ইধিকা। আর ‘প্রিয়তমা’ দেখে আবার ফিরে গেছেন নিজ দেশে। আর সে কথার জানান দিয়েছেন ইধিকা নিজেই। নিজেকে আড়াল রেখে স্টার সিনেপ্লেক্সে গেল শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন তিনি। কলকাতা ফিরে সেই অনুভূতি শেয়ার করেছেন নিজ ফেসবুকে।
ইধিকার প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখে মাস্ক পরে ‘প্রিয়তমা’র পোস্টারের দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’
‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে ছবিটি দেখতে চাচ্ছিলেন। যেহেতু আমরা এখনও ইন্ডিয়াতে মুক্তি দিতে পারিনি এজন্য তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে এসে ছবিটি উপভোগ করে আবার ফিরে গেছেন।’
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ও ইধিকার পাশাপাশি এই সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।